news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

শিল্প ও সাহিত্য

নৈতিক শিক্ষার অভাবে বাংলাদেশ ডুবে যাচ্ছে

Next.js logo

প্রকাশিত:

৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: জাতিসত্তার কবি, প্রাবন্ধিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, বাংলাদেশ ইন্ডিয়ার কাছে সবচেয়ে বেশি যে জায়গায় পরাজিত হয়েছে, সেটি হলো কালচার। ৫ আগস্টের পর রাজনীতির মাঠ আমরা আবর্জনামুক্ত করার প্রক্রি য়া চললেও এখনো বাংলাদেশের কালচার ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত।

Thumbnail for নৈতিক শিক্ষার অভাবে বাংলাদেশ ডুবে যাচ্ছে
ইনকিলাব

বাংলাদেশে নটী বিনোদিনী, রানী রাশমনী, বিবেকানন্দ, বিদ্যাসাগর, গান্ধী মঞ্চায়িত হয় মহিলা সমিতি থেকে। আমার এগুলোতে আপত্তি নেই। তারা সবাই বিখ্যাত বিখ্যাত মানুষ। কিন্তু আমাদের শরীয়তুল্লাহ, তিতুমীর, শমসের গাজী, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারদের নিয়ে কেন নাটক হয় না? কেন হয় না বীরশ্রেষ্ঠদের নিয়ে? মওলানা ভাসানীকে নিয়ে তো ৫০টি ছবি হওয়ার কথা ছিল। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক নিয়ে কি কোনো নাটক হয়েছে? বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে।

বৃহস্পতিবার রাতে নগরীর ধনিয়ালা পাড়া এলাকায় অবস্থিত বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পক্ষ থেকে কবি আবদুল হাই শিকদারসহ চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়।

সংবর্ধিত বাকি তিনজন হলেন-আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।

আয়োজকরা জানান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে জাতীয় পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ, সাহিত্য ও সাংস্কৃতিক প্রচার-প্রসার; সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান; জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী; জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য চর্চায় বিশেষ অবদানের জন্য ড. মো. ইব্রাহীম খলিলকে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদানের জন্য মনোনীত করা হয়। এ বছর গুণীজন সংবর্ধনার ৩১তম আসর অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণপদক প্রদানের আগে সংবর্ধিত গুণীজনদের নিয়ে সম্মাননাপত্র পাঠ করা হয়।

কবি আবদুল হাই শিকদারের সম্মাননাপত্র পাঠ করেন মাসিক দিন দুনিয়ার সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ। গত বছর এই পদকে ভূষিত হয়েছিলেন মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, প্রখ্যাত ইসলামী সাহিত্যিক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, লেখক ও গবেষক মো. মুখলেসুর রহমান ও কবি মুহিব খান।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন